ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মেক্সিকোয় এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ২৩৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৪, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেক্সিকোয় এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ২৩৭ শতাংশ

মেক্সিকোয় করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে গেছে। দেশটিতে এক সপ্তাহে ২৩৭ শতাংশ বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, নতুন করে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে ১৩১ জনের শরীরে। সব মিলিয়ে এ সংখ্যা ৮৪৮ জন।

শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে চার জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ, তাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

ঠিক এক সপ্তাহ আগে কোভিড-১৯ রোগে আক্রান্ত ছিল ২৫১ জন।

মেক্সিকোতে করোনা নিয়ে উদাসীন মনোভাবের কারণে বারবার সমালোচিত হয়েছেন সরকারি কর্মকর্তারা। কদিন আগে কেন্দ্রীয় রাজ্য পুয়েবলার গভর্নর লুইস মিগুয়েল বারবোসা দাবি করেন, গরীবরা করোনায় আক্রান্ত হবে না। সবচেয়ে বেশি ঝুঁকিতে ধনীরা।

তার আগে মেক্সিকান প্রেসিডেন্ট আন্দ্রেস মানুয়েল লোপেজ ওবরাদোর শুরুতে করোনাকে পাত্তাই দেননি। সামাজিক দূরত্ব কিংবা অন্য বিধিনিষেধ না মেনে সবাইকে স্বাভাবিকভাবে চলাফেরা করার নির্দেশ দেন তিনি। পরে অবশ্য সুর পাল্টান রাষ্ট্রপ্রধান।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়