ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে করোনায় মৃত ২৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৫, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনায় মৃত ২৫

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯৭৯ জনে পৌঁছেছে। এদের মধ্যে মারা গেছেন ২৫ জন। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

সকালে মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরও ৬১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮৭ জন।

করোনায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এই রাজ্যে ১৮৫ জন করোনার সংক্রমণের শিকার হয়েছেন। এখানে মারা গেছেন ছয় জন। এছাড়া মধ্যপ্রদেশে দুজন, কর্নাটকে তিন জন, গুজরাটে চার জন ও দিল্লিতে দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরিকল্পনা ছাড়া লকডাউন ঘোষণা নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

কেন লকডাউন প্রয়োজন তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, ‘রোগের নিয়মই হল শুরুতে প্রতিরোধ করা। সেই কারণেই লকডাউন ঘোষণা হয়েছে। সবাই সেটা মেনে চলুন। ঘরে থাকুন, সুস্থ থাকুন।’


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়