ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

যুক্তরাষ্ট্রে করোনায় মারা যেতে পারে ২ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে করোনায় মারা যেতে পারে ২ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে এক থেকে দুই লাখ লোক মারা যেতে পারেন। একইসঙ্গে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির ন্যাশনাল ইনিস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি।

রোববার সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক লাখ ২৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছন দুই হাজার ২৪৬ জন।

হোয়াইট হাউজের করোনাভাইরাস টাস্কফোর্সের প্রধান সদস্য ফাউসি বলেন, ‘যখনই মডেল সামনে আসে তখনই তাতে সবচেয়ে খারাপ ও সবচেয়ে ভালো চিত্রটি তুলে ধরা হয়। সাধারণ বাস্তবতাটি থাকে মাঝামাঝি পর্যায়ে।  আমি কখনওই কোনো রোগের এমন মডেল দেখিনি যাতে  সবচেয়ে খারাপ ফলটি এসেছে।’

তিনি বলেন, ‘আমি বোঝাতে চাচ্ছি, আমরা এখন যা দেখছি তাতে নজর দিয়ে আমি বলতে চাই মৃত্যুর সংখ্যা ১০০ থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে।’

ফাউসি জানান, যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১০ লাখের বেশি হতে পারে।

ট্রাম্প প্রশাসনের এই কর্মকর্তা ও অন্যান্য বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতি উন্নতির আগে এটি সবচেয়ে খারাপের দিকে যাবে।  সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার পেছনে কারণ হচ্ছে হাসপাতালগুলোতে সরঞ্জাম সংকট।  বিশেষ করে নিউ ইয়র্কের মতো এলাকায় যেখানে সংক্রমণের হার সবচেয়ে বেশি সেখানে এই সরঞ্জাম সংকটের মাত্রাও বেশি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়