ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ম্যানিলায় অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ২৯ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ম্যানিলায় অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৮

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশে উড্ডয়নেরই পরপরই একটি অ্যাম্বুলেন্স বিমান বিধ্বস্ত হয়ে ৮ জন নিহত হয়েছে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটটাইমস জানায়, বিমানটিতে অসুস্থ এক কানাডিয়ান ও তার আমেরিকান সহযাত্রীর সাথে তিনজন পাইলট, একজন ডাক্তার ও নার্স ছিলেন। 

চার্টার পরিষেবা লায়ন এয়ারের বিমানটি জাপানের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষনের মধ্যেই স্থানীয় সময় রাত ৮টার দিকে বিধ্বস্ত হয়। অগ্নিনির্বাপণ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। বিভিন্ন রাসায়নিক ব্যবহার করলেও তারা প্রাণহানি ঠেকাতে পারেননি।

ম্যানিলা বিমানবন্দরের ম্যানেজার এডি মনরিল জানান, বিষয়টি এই মুহুর্তে তদন্তের আওতায় রয়েছে। কেন অসুস্থ ওই রোগীকে জাপানে সরিয়ে নেওয়া হচ্ছিল তা আমরা এখনো জানতে পারিনি।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়