ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মস্কোজুড়ে কোয়ারেন্টাইনের ঘোষণা 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:২০, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মস্কোজুড়ে কোয়ারেন্টাইনের ঘোষণা 

রাশিয়ার মস্কোতে থাকা সকল নাগরিকের উপর সোমবার থেকে কোয়ারেন্টাইন শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। খবর সিএনএনের।

এক বিবৃতিতে মস্কোর মেয়র সারজে সোবইয়ানিন জানান পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত পুরো শহর কোয়ারেন্টাইনের আওতায় থাকবে।

এর ফলে সব ধরণের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জীবিকা নির্বাহ বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা বহাল থাকবে।

দেশটির রাজধানীর নাগরিকদের নিজ গৃহের ১০০ মিটারের বাইরে না যেতে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। স্মার্ট পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা নগর কর্মকর্তারা এই বিধি-নিষেধ নিয়ন্ত্রণ করবেন বলে জানিয়েছেন সোবইয়ানিন।

রাশিয়ায় এ পর্যন্ত ২ হাজার ৫৩৪ মানুষের দেহে এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৮ জন।


ঢাকা/নাসিম/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়