ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

পুলিশের মাথায় করোনাভাইরাসের হেলমেট!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৪, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের মাথায় করোনাভাইরাসের হেলমেট!

করোনাভাইরাস নিয়ে সচেতন করতে মাথায় করোনাভাইরাস আকৃতির হেলমেট পরেছেন পুলিশ।

ভারতের চেন্নাইয়ের ঘটনা বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, কোভিড-১৯ নিয়ে সচেতন করতে মাথায় করোনা ভাইরাস আকৃতির হেলমেটপরে রাস্তায় নেমে পড়েছে ভারতের চেন্নাইয়ের পুলিশ। পুলিশ সদস্য গৌতম নামের একজন এই করোনা হেলমেট তৈরি করেছেন বলে জানা গেছে।

এই হেলমেটটি মানুষকে আকৃষ্ট করছে এবং তারা সচেতনও হচ্ছেন বলে দাবি করেছে চেন্নাই পুলিশ।

এ বিষয়ে করোনা হেলমেট পরা পুলিশ কর্মকর্তা রাজেশ বলেন, আমরা লকডাউনে সকল পদক্ষেপ নিয়েছি। তবুও মানুষ রাস্তায় বেরোচ্ছেন। কিন্তু এই হেলমেট পড়লেই করোনাভাইরাস নিয়ে পথযাত্রীদের মনে কৌতুহল তৈরি হয়। বিশেষ করে, শিশুরা ভয় পায় এবং বাড়ির বাইরে আসতে চায় না।

ভারতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৪ জন। মারা গেছেন ২৭ জন।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়