ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় সাংবাদিকের মৃত্যু

যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিবিএসের সাংবাদিক মারিয়া মার্কেডার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার (৩০ মার্চ) নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৫৪ বছর।

মারিয়া তিন দশক ধরে সিবিএসে কাজ করছিলেন। সিবিএস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সম্প্রতি মারিয়াকে প্রতিভা কৌশল বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

মারিয়া দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। তিনি ২০ বছর ধরে ক্যানসার এবং এ সংক্রান্ত অন্যান্য জটিলতায় চিকিৎসা নিচ্ছিলেন। এর আগে তার অস্ত্রোপচারও করা হয়।

মারিয়া সিবিএসের বিদেশি এবং জাতীয় ডেক্সের প্রযোজকের দায়িত্বে থাকাকালীন কয়েকটি  আলোচিত ঘটনা কভার করেন। এর মধ্যে প্রিন্সেস ডায়নার মৃত্যু এবং যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলা অন্যতম।  

তার মৃত্যুতে দীর্ঘদিনের সহকর্মী এবং বন্ধুরা শোক প্রকাশ করেছেন।

 

ঢাকা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়