ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

স্বাস্থ্যকর্মীদের গুগলের ‘ধন্যবাদ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বাস্থ্যকর্মীদের গুগলের ‘ধন্যবাদ’

কোভিড-১৯ রোগে আক্রান্তদের সারিয়ে তুলতে দিন-রাত ২৪ ঘণ্টা নিরলস কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। করোনার বিরুদ্ধে তাদের এই যুদ্ধ প্রশংসিত হচ্ছে কোটি কোটি মানুষের কাছে। তাদের সহায়তায় কাজ করে যাচ্ছেন বিভিন্ন দেশের সরকার। কদিন আগে ৮০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেওয়া গুগল এবার স্বাস্থ্যকর্মীদের ‘ধন্যবাদ’ জানিয়ে ভিডিও প্রকাশ করেছে।

গুগল তাদের ভিডিওতে প্রকাশ করেছে, স্বাস্থ্যকর্মীদের সহায়তায় কী পদক্ষেপ নেওয়া যায় সেটাও খোঁজা হয়েছে সবচেয়ে বেশি। বিশেষ করে অসংখ্যবার খোঁজা হয়েছে ‘চিকিৎসা সরঞ্জাম কোথায় দান করতে পারবো’, ‘কীভাবে স্বাস্থ্যকর্মীদের সহায়তা করবো’, ‘হাসপাতালকে কীভাবে সাহায্য করবো’ এবং ‘কীভাবে নার্সদের সহায়তা করবো’।

এক মিনিট এক সেকেন্ডের ভিডিওতে গুগলের বার্তা, ‘অনেকের জীবন বাঁচাতে নিজেদের বিলিয়ে দেওয়া প্রত্যেককে ধন্যবাদ জানাই।’ অনেক মানুষের জীবন রক্ষায় প্রত্যেককে ঘরে থাকতে অনুরোধ করেছে তারা।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়