ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনায় মিয়ানমার-তানজানিয়ায় প্রথম মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মিয়ানমার-তানজানিয়ায় প্রথম মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিয়ানমার ও তানজানিয়ায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন ক্যান্সারে ভোগা ৬৯ বছর বয়সী এক পুরুষ করোনায় আক্রান্ত হন। অস্ট্রেলিয়ায় চিকিৎসা নিতে গিয়েছিলেন তিনি এবং দেশে ফেরার পথে সিঙ্গাপুরেও ছিলেন। ইয়াঙ্গুন হাসপাতালে মারা গেছেন ওই ব্যক্তি।

প্রাণঘাতী ভাইরাসে মিয়ানমারে এখন পর্যন্ত ১৪ জন আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই বিদেশফেরত।

তানজানিয়ার স্বাস্থ্যমন্ত্রী উম্মি এমবালিমু এক বিবৃতিতে জানান, করোনায় তাদের দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে মঙ্গলবার। ৪৯ বছর বয়সী ওই পুরুষ শারীরিক জটিলতা নিয়ে ভর্তি হন দার এস সালামের এমলোগানজিলা হাসপাতালে। দেশটিতে এখন পর্যন্ত ১৯ জন করোনায় আক্রান্ত।

একই দিন কোভিড-১৯ রোগে প্রথম মার্কিন সেনা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। ২১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন নিউজ জার্সি আর্মি ন্যাশনালের গার্ডম্যান।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়