ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২৪ ঘণ্টায় স্পেনে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত ২৪ ঘণ্টা ছিল স্পেনের সবচেয়ে ভয়াবহ সময়। সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে ৮৪৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড এটি।

ডেইলি মেইল জানিয়েছে, স্পেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা সাত হাজার ৩৪০ থেকে বেড়ে আট হাজার ১৮৯ এ দাঁড়িয়েছে। এর আগে রোববার রাতে দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৩৮ জনের মৃত্যু হয়।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯ হাজার ২২২ জন। এতে আক্রান্তের মোট সংখ্যা ৮৫ হাজার ১৯৫ থেকে বেড়ে ৯৪ হাজার ৪১৭ তে দাঁড়িয়েছে।

গত সপ্তাহে স্পেনে করোনা আক্রান্তের হার কমতে শুরু করেছিল। এতে আশা করা হচ্ছিল, দেশটিতে সংক্রমণের হার এবার হয়তো কমতে শুরু করবে। তবে সোমবার আক্রান্তের হার এক লাফে ১০ দশমিক ৮ শতাংশ বাড়ায় নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়