ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘করোনায় মুসলিমদের দোষারোপের সুযোগ খুঁজছেন অনেকেই’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪০, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘করোনায় মুসলিমদের দোষারোপের সুযোগ খুঁজছেন অনেকেই’

করোনাভাইরাসজনিত এমন সময়ে অনেকেই মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন বলে দাবি জানিয়েছেন ভারতের জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।

বুধবার (১ এপ্রিল) তিনি এ কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি।

ওমর আবদুল্লা বলেন, ‘করোনাভাইরাসের এমন ভয়াবহ পরিস্থিতিতে মসজিদ থেকে ভাইরাস সংক্রমণের বিষয়টি মুসলিমদের দোষারোপ করার অজুহাত মাত্র। ভাইরাসজনিত এমন সময়ে অনেকেই মুসলিমদের বদনাম করার সুযোগ খুঁজছেন।’

টুইট বার্তায় ওমর আবদুল্লা বলেন, ‘এখন কারও কারও কাছে তাবলীগ জামাত মুসলিমদের বদনাম করার জন্য একটি বড়সড় অজুহাত হয়ে উঠবে, যেন আমরাই করোনাভাইরাস তৈরি করেছি এবং বিশ্ব জুড়ে ওই ভাইরাস ছড়িয়ে দিচ্ছি’।

সেই সঙ্গে তাবলীগ জামাতের সমালোচনা করে তিনি লেখেন, ‘তবে এই ঘটনা তাবলীগ জামাতের দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপেরই ফল। কিন্তু এটাও ঠিক যে, এই ধরনের সমাবেশ তাদের কাছে নতুন কিছু নয়।’

প্রসঙ্গত, দিল্লির নিজামুদ্দিন মসজিদে ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত আয়োজিত তাবলীগ জামাতের সমাবেশে যোগ দেওয়া ৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এছাড়াও সে সমাবেশে যোগদানকারীদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত, ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৯৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৫৮ জন মানুষ।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়