ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে করোনায় একজনের মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৫, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ার সবচেয়ে বড় বস্তিতে করোনায় একজনের মৃত্যু!

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভির ৫৬ বছর বয়সী এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এই বস্তিতে প্রায় ১০ লাখ লোকের বসবাস।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, বৃহস্পতিবার সকালে মারা গেছেন ওই ব্যক্তি। কিন্তু এখনো তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। গত ২৩ মার্চ জ্বর নিয়ে সিওন হাসপাতালে ভর্তি হন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ব্যক্তি যে বাসায় থাকতেন তা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ এবং কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে তার পরিবারের ৭ জনকে।

বিশেষজ্ঞদের মতে, এই সময় সামাজিক দূরত্ব মেনে চলা গুরুত্বপূর্ণ। কিন্তু প্রায় ৩০০ ঘরের ধারাভি বস্তিতে তা একেবারেই অসম্ভব। এরকম ঘনবসতিপূর্ণ জায়গায় দুই মিটার দূরত্ব বজায় রেখে চলা অবাস্তব। ওই ব্যক্তির সংস্পর্শে কারা এসেছে তা বের করাও চ্যালেঞ্জের ব্যাপার।

এপর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় দুই হাজার, মৃত্যু হয়েছে পঞ্চাশজনের বেশি।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়