ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সেই মার্কিন রণতরী থেকে সরানো হচ্ছে নাবিকদের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৯, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সেই মার্কিন রণতরী থেকে সরানো হচ্ছে নাবিকদের

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে নোঙ্গর করা মার্কিন রণতরী থিওডোর রুজভেল্ট থেকে তিন হাজার সাতশ নাবিককে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

বুধবার (১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত নাবিকদের গুয়ামের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এ বিষয়ে মার্কিন নৌমন্ত্রী থমাস মোডলি বলেন, রণতরীতে ৯৩ নাবিক করোনায় আক্রান্ত হয়েছেন। চার হাজার ৮০০ নাবিকের মধ্যে এক হাজার ২৭৩  জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া এক হাজার নাবিককে ইতোমধ্যে নামিয়ে আনা হয়েছে। কিছুদিনের মধ্যে আরো দুই হাজার ৭০০ জনকে রণতরীটি থেকে সরিয়ে নেওয়া হবে।

তবে রণতরীটি পরিচালনার জন্য এক হাজার নাবিককে সরানো হবে না বলে মার্কিন নৌমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে।

এর আগে করোনাভাইরাস থেকে বাঁচার আকুতি জানিয়ে মার্কিন সরকারের উদ্দেশে চিঠি পাঠান থিওডোর রুজভেল্টে রণতরীর অধিনায়ক ব্রেট ক্রোজিয়ার। দুই সপ্তাহ আগে ইউএসএস থিওডোর রুজভেল্ট প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়