ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যুক্তরাজ্যে মারা যেতে পারে ৫০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাজ্যে মারা যেতে পারে ৫০ হাজার মানুষ

আইসোলেশনের ওপর জোর না দিলে যুক্তরাজ্যে করোনাভাইরাসে ৫০ হাজার মানুষ মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেশটির সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি আলোচনায় বিষয়টি উঠে এসেছে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি জানিয়েছেন, সবচেয়ে বাজে পরিস্থিতি হলে মৃতের সংখ্যা ৫০ হাজার হতে পারে। করোনায় মৃতের সংখ্যার জন্য সবচেয়ে ভয়াবহ দিন ১২ এপ্রিল ইস্টার সানডে’র সময় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  তবে করোনা পরিস্থিতির সবচেয়ে ভালো চিত্রটিতে মৃতের সংখ্যা ২০ হাজার হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।

এ ব্যাপারে ডাউনিং স্ট্রিটের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি  জানিয়েছেন।

পহেলা এপ্রিল যুক্তরাজ্যে করোনায় মৃতের হার এক লাফে ২৪ শতাংশ বেড়ে দুই হাজার ৯২১ এ দাঁড়িয়েছে।

গত রোববার ন্যাশনাল হেলথ সার্ভিস ইংল্যান্ডের চিকিৎসা পরিচালক স্টিফেন পোইজ বলেছিলেন, যুক্তরাজ্য ভালো করবে যদি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২০ হাজারের নিচে রাখতে পারে।

গত মাসে ইমপেরিয়াল কলেজ এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছিল, করোনা মোকাবেলায় যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে ব্রিটেনে পাঁচ লাখের বেশি লোক মারা যাবে। আর যুক্তরাষ্ট্রে মারা যাবে ২২ লাখ লোক।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়