ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শুক্রবার সকাল ৯টায় মোদির ভিডিও বার্তা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩১, ২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুক্রবার সকাল ৯টায় মোদির ভিডিও বার্তা

ভারতবাসীর জন্য বার্তা দেবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৯টায় দেশবাসীর উদ্দেশে ভিডিও বার্তা দেবেন বলে টুইট করে জানিয়েছেন তিনি।  তবে ঠিক কী নিয়ে বার্তা দেবেন মোদি, সে বিষয়ে স্পষ্ট করেননি। সম্ভবত করোনাভাইরাস পরিস্থিতি ও লকডাউন নিয়েই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বার্তা দেবেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য,  করোনা পরিস্থিতিতে এর আগে দুইবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন নরেন্দ্র মোদি।  করোনাভাইরাস নিয়ে গত ১৯ মার্চ প্রথম জাতির উদ্দেশে ভাষণ দেন।  সেদিনের ভাষণে গত ২২ মার্চ দেশে জনতা কারফিউয়ের ডাক দিয়েছিলেন তিনি।  এরপর জাতির উদ্দেশে ভাষণে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেছিলেন মোদি।


/সাইফ/

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়