ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

রোমানিয়ায় চিকিৎসক-নার্সদের জন‌্য মাসে ৫শ ইউরো বোনাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৪৫, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রোমানিয়ায় চিকিৎসক-নার্সদের জন‌্য মাসে ৫শ ইউরো বোনাস

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক, নার্স ও এ সংক্রান্ত ব‌্যক্তিদের মাসে বেতনের পাশাপাশি পাঁচশ ইউরো বোনাস দেওয়ার কথা বলেছে রোমানিয়া।

রোমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইহানিস জানান, সরকারের কাছে আমি এ বিষয়ে প্রস্তাবনা পাঠিয়েছি, কোভিড-১৯ রোগের বিরুদ্ধে রোগীদের সেবায় যারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তাদের জন‌্য প্রতি মাসে পাঁচশ ডলার বোনাস দিতে। এর সঠিক সমাধান দিতে আমি প্রস্তুত রয়েছি।

বলকান রাষ্ট্রটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অন্তত ১৫ শতাংশ মেডিক‌্যাল পার্সনাল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ‌্যম।

শেষ খবর পাওয়া পর্যন্ত রোমানিয়ায় দুই হাজার সাতশ ৭৮ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একশ ১৫ জন। আর ‍সুস্থ হয়েছেন দুই হাজার তিনশ ৫৬ জন।

 

ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়