ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

করোনা আতঙ্কের মধ্যে স্বস্তি দিলো কলকাতা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২১, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা আতঙ্কের মধ্যে স্বস্তি দিলো কলকাতা পুলিশ

লকডাউনে ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে উঠছে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যের মানুষজন। একঘেয়ে গৃহবন্দি দশায় থাকা সবার মনেই সারাক্ষণ করোনা আতঙ্ক। ঠিক সেই সময়েই যেন শহরবাসীকে স্বস্তি দিতে একটু অন্য ভূমিকায় হাজির হলেন কলকাতা পুলিশের কর্মকর্তারা।

রাস্তায় নেমে সাদা পোশাক পরেই পুলিশ “উই শ্যাল ওভারকাম” গান গেয়ে মানুষকে সাহস জোগালেন।

এ গান সাহস জোগালো অনেক মানুষকেই।

বুধবার (১ এপ্রিল) কোলকাতা শহরেরে এন্টালি থানা লাগোয়া একটি বহুতল আবাসনের সামনে ওই থানার ওসি দেবাশিস দত্তের নেতৃত্বে গান ধরেন পুলিশ কর্মীরা। পথে নেমে রীতিমতো মাইক হাতে গলা ছেড়ে গাইলেন এক সাব-ইনস্পেক্টর, সঙ্গ দিলেন অন্যরাও। যা দেখে-শুনে হতবাক অনেকেই। কেউ কেউ আবার পুলিশ কর্মীদের গাওয়া গানে গলাও মেলালেন।

এতদিন যাদের লাঠি-বন্দুক হাতে দুষ্কৃতি দমন করতে দেখেছেন কলকাতার মানুষ, এই করোনা আবহে সেই পুলিশরাই হয়ে গেছেন অন্যতম অনুপ্রেরণার উৎস।

সূত্র : এই সময়

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়