ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতে যমজ নবজাতকের নাম ‘করোনা’ ও ‘কোভিড’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে যমজ নবজাতকের নাম ‘করোনা’ ও ‘কোভিড’

নতুন করোনাভাইরাসের কাছে নতজানু সারা বিশ্ব, এখন আতঙ্কের আরেক নাম কোভিড-১৯। এই সংকটময় পরিস্থিতিতে ভারতের ছত্তিশগড়ের এক দম্পতি তাদের যমজ সন্তানের নাম রেখেছেন ‘করোনা’ ও ‘কোভিড’।

ভারতে চলমান লকডাউনে অস্বাভাবিক জীবনের মাঝেই একটি ছেলে ও মেয়ের জন্ম হয়েছে রায়পুরের ওই দম্পতির ঘরে। গত ২৭ মার্চ ভোরে ভূমিষ্ঠ হয় শিশু দুটি। প্রতিকূলতার মাঝে একে বিজয় হিসেবে দেখছেন তাদের বাবা-মা।

নবজাতক শিশুদের মা ২৭ বছর বয়সী প্রীতি ভার্মা বলেছেন, ‘২৭ মার্চ ভোরে একটি ছেলে ও মেয়ে এসেছে আমার ঘরে। আমরা তাদের নাম রেখেছি কোভিড (ছেলে) ও করোনা (মেয়ে)। নানা প্রতিকূলতার পর তাদের জন্ম হয়েছে এবং আমার স্বামী ও আমি দিনটাকে স্মরণীয় করতে চেয়েছিলাম।’

করোনার ভালো দিক খুঁজে পেয়েছেন প্রীতি, ‘ভাইরাসটি বিপজ্জনক এবং জীবনের জন্য হুমকি। কিন্তু এই মহামারি মানুষকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে এবং ভালো কিছু অভ্যাসে অভ্যস্ত হতে বাধ্য করেছে। তাই আমরা এই দুটি নাম রাখার কথা ভেবেছি।’

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়