ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

স্পেনে এক রাতে মারা গেলেন ৯৩২ জন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে এক রাতে মারা গেলেন ৯৩২ জন

স্পেনে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৯৩২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্পেনে যে হারে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে তাতে শিগগিরই হয়তো দেশটি প্রতিবেশী ইতালির মৃত্যুর সংখ্যাকে অতিক্রম করবে। অবশ্য বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার দেশটিতে মৃতের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃতের সংখ্যা ছিল ৯৫০। আর বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত করোনায় ৯৩২ জন মারা গেছে। এতে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৯৩৫ এ দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৬৪৫ জন। এতে আক্রান্তের মোট সংখ্যা এক লাখ ১৭ হাজার ৬৪৫ এ দাঁড়িয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে এখন যুক্তরাষ্ট্রের পরই স্পেনের অবস্থান। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৪৪২।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ করোনার আরও সংক্রমণ ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কঠোর লকডাউন ঘোষণা করেছেন। কেবলমাত্র জরুরি বিভাগগুলো ছাড়া সব শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এমনকি বার ও রেঁস্তোরাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়