ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিন্ধুতে জুমা বন্ধে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ৩ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিন্ধুতে জুমা বন্ধে কারফিউ

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম সিন্ধু প্রদেশে জুমার নামাজ আদায় ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শুক্রবার এ কারফিউ জারি করা হয়।

জুমায় অংশ না নেওয়ার ব্যাপারে সরকারি সতর্কতার পরও গত শুক্রবার বহু মানুষ মসজিদগুলোতে জমায়েত হয়েছিল। এরপরই সরকারের পক্ষ থেকে শুক্রবার দুপুর ১২ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

পাকিস্তানে এ পর্যন্ত দুই হাজার ৬৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সিন্ধুতেই রয়েছে ৭৮৩ জন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন।

বিবিসি জানিয়েছে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে লকডাউন চলছে সিন্ধুতে। এমনকি মসজিদে নামাজ আদায়কারীর সংখ্যাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা সেই নিষেধাজ্ঞা মানছিলেন না।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়