ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০৯৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৫১, ৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ১০৯৪ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসে নাজেহাল মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত ও মৃতের সংখ্যা ছাড়াচ্ছে রেকর্ড। শুক্রবার একদিনেই দেশটিতে ২৯ হাজার মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। প্রাণ হারিয়েছে ১০৯৪ জন। জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্যমতে যা দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর সর্বোচ্চ আক্রান্ত ও মৃতের সংখ্যা।

অবশ্য ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুসারে গেল ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ১৩২০। আর আক্রান্তের সংখ্যা ৩২ হাজার ৮৮।

এর আগে গেল বুধবার দেশটিতে সর্বোচ্চ ৯৪৬ জন মারা গিয়েছিল। সেটাকে পেছনে ফেলে গেল শুক্রবার সেখানে মৃত্যুবরণ করেছে সহস্রাধিক লোক। মোট মৃতের সংখ্যা ৭ হাজার ৭৭ জন ছাড়িয়েছে। স্বপ্নের দেশ, বহুল কাঙ্খিত দেশ যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ৯৬৫। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৭ হাজার ৮১০ জন। মৃতের সংখ্যা ৫৯ হাজার ১৪০ জন। সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ২৮ হাজার ৪০৫ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়