ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় থাইল্যান্ডে আরো ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় থাইল্যান্ডে আরো ৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে থাইল্যান্ডে প্রাণ গেলো আরো ৩ জনের। নতুন করে আক্রান্ত হয়েছে ১০২ জন। শনিবার আক্রান্তের সংখ্যা ৮৯ জনে নামলেও রবিবার বেড়ে গেলো। দেশটিতে সব মিলিয়ে ২,১৬৯ জনের কোভিড-১৯ রোগ হয়েছে।

গত জানুয়ারিতে থাইল্যান্ডে করোনাভাইরাসের প্র্রাদুর্ভাব শুরু হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র তাবেসিল্প ভিসানইয়োথিন সব মিলিয়ে ২৩ জনের মৃত্যুর খবর জানালেন। নতুন করে মারা যাওয়া তিনজনের দুজন থাই নাগরিক এবং আরেকজন সুইজারল্যান্ডের।

দুই থাই নাগরিকের একজন ৪৬ বছর বয়সী পুরুষ, ২২ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। তিনদিন পর হাসপাতালে ভর্তি হন। আরেকজন ৩০ বছর বয়সী শ্রমিক, সুরিনে কাজ করতেন তিনি। শনিবার শহরের প্রাসাত হাসপাতালে মারা যান। বিদেশি নাগরিকের বয়স ৮২ বছর, সুইজারল্যান্ড থেকে এসেছিলেন একটি পার্টিতে যোগ দিতে।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়