ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাকিস্তানে তাবলিগের ২০ হাজার সদস্য কোয়ারেন্টাইনে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাকিস্তানে তাবলিগের ২০ হাজার সদস্য কোয়ারেন্টাইনে

পাকিস্তানে তাবলিগ জামাতের ২০ হাজার সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত সন্দেহে তাবলিগের আরও প্রায় এক লাখ সদস্যকে খোঁজা হচ্ছে। গত মাসে তারা লাহোরে তাবলিগের ইজতেমায় যোগ দিয়েছিলেন।

রোববার কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাস নিয়ে সরকারের সতর্কতা সত্ত্বেও গত ১০ থেকে ১২ মার্চ লাহোরে ইজতেমায় যোগ দিয়েছিলেন তাবলিগের এক লাখের বেশি সদস্য। এদের মধ্যে বিদেশি ছিলেন কয়েক হাজার। তাদের মাধ্যমে দেশে ও বিদেশে করোনার সংক্রমণ ঘটছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাক কর্মকর্তারা জানিয়েছেন, ওই ইজতেমায় যারা যোগ দিয়েছিলেন তাদের সবার করোনা পরীক্ষা কিংবা কোয়ারেন্টাইনে রাখতে চাচ্ছেন তারা।

এদিকে, দেশটির উত্তর-পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখাওয়াতে তাবলিগের পাঁচ হাজার ৩০০ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সবাই লাহোরের ইজতেমায় যোগ দিয়েছিলেন।

খাইবার পাখতুনখাওয়ায় সরকারের মুখপাত্র আজমল ওয়াজির বলেন, ‘স্বাস্থ্য কর্মকর্তারা করোনাভাইরাসের পরীক্ষা করছেন এবং কারো কারো দেহে করোনাভাইরাস পাওয়া গেছে।’

ওয়াজির জানান, তার অঞ্চলের তাবলিগের হাজার হাজার সদস্য অন্য অঞ্চলগুলোতে আটকা পড়েছেন। কারণ লকডাউনের কারণে দেশজুড়ে গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, লাহোরে  তাবলিগের প্রায় সাত হাজার সদস্যকে এবং সিন্ধু প্রদেশে আট হাজার সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বেলুচিস্তান প্রদেশে আরো প্রায় ১০০ লোককে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া আরও এক হাজার ৫০০ বিদেশিকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়