ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

টানা তৃতীয় দিনের মতো স্পেনে কমেছে মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ৫ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টানা তৃতীয় দিনের মতো স্পেনে কমেছে মৃতের সংখ্যা

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি নাজেহাল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তার পরেই আছে স্পেন। দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৩০ হাজার ৭৫৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মারা গেছে ১২ হাজার ৪১৮ জন।

গেল ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৬ হাজার ২৩ জন। মারা গেছে ৬৭৪ জন। এ নিয়ে টানা তিনদিন সেখানে মৃতের সংখ্যা কমলো। এর আগে প্রতিদিন আট শতাধিক করে মানুষ প্রাণ হারাচ্ছিল সেখানে। যা প্রায় দুই সপ্তাহের মতো স্থায়ী হয়েছিল।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউন ২৬ এপ্রিল পর্যন্ত বাড়ান। যাতে করে করোনার সংক্রমণ ও মৃতের হার কমে আসে। ইতিমধ্যে দেশটিতে সংক্রমণ ও মৃতের হার কমতে শুরু করেছে। দেখার বিষয় শেষ পর্যন্ত আটলান্টিক পাড়ের দেশটির কতজনের প্রাণ নিয়ে থামে করোনাভাইরাস।

বিশ্বের ২০৬টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। আক্রান্ত করেছে ১২ লাখ ৬২ হাজার ৩২০ জন। মারা গেছে ৬৮ হাজার ৫০২ জন। সুস্থ হয়ে উঠেছে ২ লাখ ৬০ হাজার ৩৩৮ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়