ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১১, ৬ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনায় মৃতের সংখ্যা একশ ছাড়ালো

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রত্যেক দিনই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গড়ে ৪.১ দিনে দ্বিগুণ হারে বাড়ছে সংক্রমণ। সোমবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী ভারতে একদিনে রেকর্ড ৩২ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা একশ ছাড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৬৯৩ জন নতুন করে আক্রান্ত হয়েছে কোভিড-১৯ রোগে। এনিয়ে ভারতে টানা চতুর্থ দিন পাঁচশর ওপরে করোনা রোগী পাওয়ার গেলো। আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। মোট ৪০৬৭ জন করোনায় আক্রান্ত ভারতে। মৃত্যু হয়েছে ১০৯ জনের। মোট আক্রান্তের ৩০ শতাংশই দিল্লির নিজামউদ্দিনে তাবলীগ জামায়াতে গত মাসে সমবেত হয়েছিলেন।

২৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাতে বর্তমানে ৩,৬৬৬ জন চিকিৎসাধীন। করোনায় ভারতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। ৭৭৭ জন আক্রান্তের পাশাপাশি সর্বোচ্চ ৪৫ জন মারা গেছেন। ৫৮৪ রোগী নিয়ে তালিকায় দ্বিতীয় তামিল নাড়ু, মৃত্যু ৫ জনের। তিন নম্বরে থাকা দিল্লিতে ৫০৩ জন আক্রান্ত, মারা গেছে ৭ জন।



ঢাকা/ফাহিম  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়