ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

লকডাউন ভাঙলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৫, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লকডাউন ভাঙলেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী

লকডাউন অমান্য করে অনুতপ্ত হয়ে পদত্যাগ করেছিলেন স্কটল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ক্যাথরিন ক্যাল্ডারউড। এবার লকডাউন ভেঙে নিজেকে ‘ইডিয়ট’ বললেন নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক। তিনিও পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের চলমান সংকটের মধ্যে তার পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন।

গত ২৫ মার্চ থেকে নিউজিল্যান্ডে চলছে চতুর্থ মাত্রার লকডাউন। খুব বেশি জরুরি না হলে ঘরের বাইরে না যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু সেটা মানলেন কোথায় স্বাস্থ্যমন্ত্রী! ডুনেডিন থেকে সপরিবারে ডক্টর’স পয়েন্ট সমুদ্র সৈকতে বেড়াতে গেলেন ২০ কিলোমিটার গাড়ি চালিয়ে। স্বীকার করলেন, লকডাউনের বিধিনিষেধ ভেঙেছেন তিনি। শোনা যাচ্ছে, পদত্যাগপত্র গ্রহণ না হলেও আইনসভায় পদাবনতি হতে পারে ক্লার্কের।

স্বাস্থ্যমন্ত্রীর এমন কর্মকাণ্ডে হতাশ প্রধানমন্ত্রী আর্ডার্ন, ‘সতেজ বাতাসে নিশ্বাস নিতে লোকজন বাইরে যেতেই পারে, প্রয়োজনে অল্প দূরত্বের ড্রাইভিংয়েও। কিন্তু যেখানে অসুস্থ হওয়ার ঝুঁকি আছে, ওইসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছি। বিধিনিষেধ মেনে চলা উচিত ছিল মন্ত্রীর।’

লকডাউন ভেঙে অনুতপ্ত ক্লার্ক। সবার সামনে বাজে দৃষ্টান্ত তৈরি করেছেন স্বীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী, ‘স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব শুধু নিয়ম মানাই নয়, অন্যদের জন্য দৃষ্টান্ত তৈরি করাও। আমরা যখন নিউজিল্যান্ডারদের বলছি, আপনারা ঘরে থাকার মতো ত্যাগ স্বীকার করুন তখন এটা করে আমি পুরো দলকে ডুবালাম। আমি একটা ইডিয়ট।’

এপর্যন্ত করোনায় নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে হাজারের ওপর, তবে মৃত্যু কেবল একজনের।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়