ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হন্ডুরাসে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫১, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হন্ডুরাসে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক

হন্ডুরাসে ঘরের বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। করোনার সংক্রমণ ঠেকাতে সোমবার টেলিভিশনে দেওয়া বক্তব্যে এ নির্দেশ দেন প্রেসিডেন্ট হুয়ান ওরলান্ডো হার্নান্দেজ। এই আদেশ কার্যকর হচ্ছে মঙ্গলবার থেকে।

মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে হন্ডুরাসের রাষ্ট্র প্রধান বলেছেন, ‘মাস্কের ব্যবহার বাধ্যতামূলক, এটা ঐচ্ছিক নয়। এমনকি ঘরে তৈরি মাস্কও বড় ধরনের পার্থক্য তৈরি করতে পারে এবং কিছুটা হলেও আমাদের রক্ষা করবে। এখন যে কোনো ধরনের সুরক্ষা অপরিহার্য।’

ওরলান্ডো জানিয়েছেন, প্রত্যেক দরিদ্র পরিবারের খাবারের ব্যাগের সঙ্গে চারটি করে মাস্ক দিয়েছে সরকার। ঘরে বসে কীভাবে মাস্ক তৈরি করা যায় সেটা জানতে ভিডিও দেখার আমন্ত্রণ জানান তিনি।

এদিকে লাতিন আমেরিকার দেশ চিলি গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে চলাচল প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক মাস্ক পরার আদেশ দিয়েছে। সোমবার জনস্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা পাউলা দাজা বলেছেন, এ আদেশ কার্যকর হবে বুধবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে।

এর আগে দেশবাসীকে নিজেদের মাস্ক ঘরে তৈরির পাশাপাশি টি-শার্ট ও স্কার্ফ তৈরির আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জেইম মানালিচ।

 

ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়