ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আবারও বাড়ছে স্পেনে করোনায় মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৭, ৭ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আবারও বাড়ছে স্পেনে করোনায় মৃতের সংখ্যা

পাঁচ দিনের মাথায় আবারও স্পেনে বাড়তে শুরু করেছে করোনায় মৃতের সংখ্যা। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে তিন হাজার ৮৩৫ জন আক্রান্ত হয়েছেন। এতে দেশটির মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৫১০ জনে পৌঁছলো। একই সময় দেশটিতে ৭৪৩ জন করোনা আক্রান্ত মারা গেছেন। এতে মৃতের সংখ্যা ১৩ হাজার ৭৯৮ তে  পৌঁছেছে।

৩ এপ্রিল থেকে স্পেনে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছিল। এর আগের দিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯৬১ থাকলেও ৩ এপ্রিল এই সংখ্যা ৮৫০ এ আসে। ৪ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ৭৪৯, ৫ এপ্রিল ৬৯৪, ৬ এপ্রিল ছিল ৭০০ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়