ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

এখনো আইসিইউতে বরিস জনসন, অবস্থা স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:২৫, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এখনো আইসিইউতে বরিস জনসন, অবস্থা স্থিতিশীল

কোভিড-১৯ আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হওয়ায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউ) ভর্তি হবার পর দ্বিতীয় রাত পার করছেন।

বুধবার (৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিটের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, তাকে সেখানে বিশেষ পরিচর্যা দেওয়া হচ্ছে।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের জনসনের মুখপাত্র মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জানিয়েছে, বরিস জনসন আইসিইউতে স্থিতিশীল এবং ভাল আছেন।

এদিকে, জনসন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে বলেছেন।

গত সপ্তাহে করোনাভাইরাসের উপসর্গ দেখা যাওয়ার পর থেকে স্বেচ্ছা আইসোলেশনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ১০ দিন পরও তার শরীরে করোনার উপসর্গ থাকায় রোববার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় তাকে।

ব্রিটিশ এই প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁসহ বিশ্বনেতারা।



ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়