ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৩, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮০০

ভারতে ২৪ ঘণ্টায় এক লাফে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে প্রায় ৮০০। মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত নতুন করে আক্রান্ত হয়েছেন মোট ৭৭৩ জন। সেই হিসেবে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পাঁচ হাজার ১৯৪ এ।  বুধবার ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। মোট মৃতের সংখ্যা ১৪৯। শুধু মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৬৪ জনের। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ ও গুজরাট। দুই রাজ্যেই মৃত্যু হয়েছে ১৩ জন করে। দিল্লিতে মারা গেছেন ৯ জন। এর পর তামিলনাড়ু, তেলঙ্গানা ও পাঞ্জাব, প্রত্যেক রাজ্যেই মৃত্যু হয়েছে সাত জনের। পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা পাঁচ ও অন্ধ্রপ্রদেশে চার।

রাজ্যের হিসেবে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখানে আক্রান্তের সংখ্যা এক হাজার ১৮। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৬৯০। দিল্লিতে আক্রান্ত ৫৭৬ জন।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়