ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মুম্বাইয়ে মাস্ক না পরলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২২, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুম্বাইয়ে মাস্ক না পরলে গ্রেপ্তার

ভারতের মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় নগর কর্তৃপক্ষ মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। বুধবার নগর কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, এই আদেশ অমান্য করলে গ্রেপ্তারও করা হতে পারে।

গ্রেটার মুম্বাই মিউন্সিপ্যাল  কমিশনার প্রবিন পরদেশি স্বাক্ষরিতে আদেশে বলা হয়েছে,‘এই মাস্ক হতে হবে মানসম্মত যা কেমিস্টের অনুমোদিত অথবা ধোয়া যায় ও জীবাণুমুক্ত করা যায় ঘরে তৈরি এমন মাস্ক।’

একই দিন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে জনগণেকে বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারের অনুরোধ জানিয়েছেন।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে বুধবার জানানো হয়েছে, দুই কোটি মানুষের শহর মুম্বাইয়ে এ পর্যন্ত ৭৮২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৫০ জন। আর পুরো মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন এক হাজার মানুষ। ভারতের অন্য রাজ্যগুলোর তুলনায় এই  মহারাষ্ট্রেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

 

ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়