ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

করোনা চিকিৎসায় মদ পান করে ছয় শতাধিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা চিকিৎসায় মদ পান করে ছয় শতাধিকের মৃত্যু

ইরানে উচ্চ মাত্রার অ্যালকোহলযুক্ত মদ পান করে ছয় শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। উচ্চমাত্রার অ্যালকোহল করোনা প্রতিরোধে করে সেই ধারণা থেকে তারা মদপান করেছিলেন। বুধবার মিডল ইস্ট মনিটর এ তথ্য জানিয়েছে।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গুলাম হুসেইন ইসমাইলির বরাত দিয়ে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, অবিমিশ্র মদ পান করে মৃত্যুর সংখ্যা বেড়েছে। অবিমিশ্র মদ পান করলে করোনা থেকে সুস্থ হওয়া যায় বিশ্বাস করে আরো তিন হাজারের বেশি মানুষ এটি পান করেছিলেন। এরা সবাই বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছে।

তিনি জানান, ইরানে মদ উৎপাদন নিষিদ্ধ হওয়ায় অবৈধভাবে মাননিয়ন্ত্রণ ছাড়াই কোথাও কোথাও মদ উৎপাদন করা হয়। মদ পানে মৃত্যুর ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানে এ পর্যন্ত ৬৪ হাজার ৫৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন তিন হাজার ৯৯৩ জন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়