ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিঙ্গাপুরে দুদিনে ৫৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৩, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে দুদিনে ৫৬ বাংলাদেশি করোনায় আক্রান্ত

সিঙ্গাপুরে ৫৬ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দুই দিনে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশিদের সর্বোচ্চ সংখ্যা এটি। এর আগে মঙ্গলবার দেশটিতে ৪৭ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই নিয়ে সিঙ্গাপুরে ১৬২ বাংলাদেশি করোনায় আক্রান্ত হলেন।

বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত তালিকায় দেখা গেছে, মঙ্গল ও বুধবার সিঙ্গাপুরে নতুন করে ১৪২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৫৬ জন বাংলাদেশ। আক্রান্তদের ৩৯ জনই লং টার্ম পাসধারী। বাকী ১৭ জন শ্রমিক। এদের মধ্যে বেশ কয়েক জন কোয়ারেন্টাইনে রাখা এস১১ ডরমেটরিতে থাকতেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়