ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

প্রার্থী বাছাইয়ের দৌড় থেকে সরে দাঁড়ালেন স্যান্ডার্স

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রার্থী বাছাইয়ের দৌড় থেকে সরে দাঁড়ালেন স্যান্ডার্স

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেট দলের প্রার্থী বাছাইয়ের দৌড় থেকে সরে দাঁড়ালেন সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার জানাল বার্নি স্যান্ডার্সের টিম এক ইমেইল বার্তায় সমর্থকদের এমনটাই জানিয়েছে।

এর মাধ্যমে ভারমন্টের সিনেটর স্যান্ডার্স  প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়া আরেক প্রার্থী জো বাইডেনের পথ প্রশস্ত করে দিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে জো বাইডেন ছিলেন ভাইস প্রেসিডেন্ট।

বালিংটনে নিজের বাড়িতে নির্বাচনীকে টিমকে স্যান্ডার্স বলেন, তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা ‘ভার্চুয়ালি অসম্ভব’।

করোনা মোকাবেলায় সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে স্যান্ডার্স বলেন, ‘যেখানে জেতা সম্ভব নয় সেখানে নীতিগতভাবে প্রচারণার চাপ আমি নিতে সক্ষম নই এবং এটি আমাদের সামনে যে গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে এটি তা ব্যাহত  করবে।’

৭৮ বছর বয়সি বামপন্থি স্যান্ডার্স ২০১৬ সালে হিলারি ক্লিনটনকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তবে মনোনয়েনের দৌড়ে তিনি হিলারির কাছে পরাজিত হয়েছিলেন।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়