ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

করোনা: ইরানে সুস্থ ৩০ হাজার

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনা: ইরানে সুস্থ ৩০ হাজার

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৯ হাজার ৮১২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।

বুধবার (৮ এপ্রিল) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান।   তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানে এ পর্যন্ত ২৭ হাজার ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

ইরানি সংবাদ সংস্থা পার্সটুডে জানায়, কিয়ানুশ জাহানপুর  ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১ হাজার ৯৯৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।  এ নিয়ে ইরানে এ পর্যন্ত ৬৭ হাজার ২৮৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।  গত ২৪ ঘণ্টায় আরও ১২১ জন মৃত্যুবরণ করেছে।  ইরানে এখন পর্যন্ত  মৃতের সংখ্যা চার হাজার তিন জন।


সাইফ/নাসিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ