ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা পেছালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৫, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা পেছালো

সাংবাদিকতা এবং আর্টস-এ পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা আগামী ২০ এপ্রিল করার কথা ছিল।

কিন্তু করোনার কারণে এ পুরস্কার প্রাপ্তদের নাম আগামী ৪ মে ঘোষণা করা হবে।

বুধবার (৮ এপ্রিল) পুলিৎজার পুরস্কার প্রদান সংগঠনের অ্যাডমিনিস্ট্রেটর ডানা কানেডির বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডানা কানেডি জানিয়েছেন, বিশ্ব সংকটের এই মুহূর্তে বোর্ডের বেশ কয়েকজন সদস্য করোনাভাইরাস সংক্রান্ত খবর কভার করতে ব্যস্ত থাকার কারণে এ বছরের বিজয়ীদের নাম ঘোষণা পিছিয়ে দেওয়া হচ্ছে।

কানেডি আরো জানান, যেহেতু নাম ঘোষণার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এতে ২০২০ সালের চূড়ান্ত তালিকা ফের একবার ভালো করে মূল্যায়ন করার বাড়তি সময় পাওয়া যাবে।

পুলিৎজার পুরস্কার মার্কিন যুক্তরাষ্ট্রে ছাপার সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতের সর্বোচ্চ পুরস্কার হিসেবে বহুল সমাদৃত। নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটি এর প্রশাসকের ভূমিকা পালন করে। সাংবাদিকতায় প্রথম পুলিৎজার পুরস্কার দেওয়া হয় ১৯১৭ সালে। আমেরিকায় সাংবাদিকতার পেশায় এই পুরস্কার সবচেয়ে বেশি সম্মানের।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়