ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ভারতে করোনা শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতে করোনা শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ

করোনা শনাক্তের পরীক্ষা বিনামূল্যে করতে হবে বলে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বুধবার (৮ এপ্রিল) বিচারপতি অশোক ভূষণ ও এস রবীন্দ্র ভাট এই আদেশ দেন।

দেশটির সরকারি সব হাসপাতালে করোনা শনাক্তের পরীক্ষা বিনামূল্যেই করা হচ্ছে। কিন্তু বেসরকারি ল্যাবরেটরিগুলো এ পরীক্ষার জন্য সাড়ে ৪ হাজার রুপি পর্যন্ত নিচ্ছে।

সুপ্রিম কোর্ট বলেছে, জাতীয় সংকটজনক পরিস্থিতিতে এভাবে অর্থ আদায় করতে দেওয়া যাবে না। প্রয়োজনে পরবর্তী সময়ে সরকার ভর্তুকি দিতে পারে।

ভিডিও কনফারেন্সে তারা শুনানিতে অংশ নেন।

সরকার গত মাসে বেসরকারি ল্যাবরেটরিগুলোকে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা করার অনুমতি দেয়।

করোনার কারণে ভারতজুড়ে লকডাউন ঘোষণা করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ এপ্রিল এই লকডাউনের সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে।

দেশটিতে ২৪ ঘণ্টায় মারা গেছে ১৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে দাঁড়িয়েছে। সংক্রমিত হয়েছে ৫ হাজার ৭৩৪ জন।

সূত্র : এনডিটিভি

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়