ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

এশিয়ার করোনাভাইরাস ইউরোপ থেকে আলাদা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫০, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
এশিয়ার করোনাভাইরাস ইউরোপ থেকে আলাদা

গোটা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে করোনাভাইরাস। আক্রান্তের সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এশিয়ার চীনে প্রাণঘাতী ভাইরাসের উৎপত্তি হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপ ও যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের একদল গবেষকের দাবি, ইউরোপ ও এশিয়ার করোনাভাইরাস দুটি আলাদা গোষ্ঠীর।

ভিয়েতনামের ন্যাশনাল ইনস্টিটিউট অব হাইজিন অ্যান্ড এপিডেমিওলজি এক গবেষণায় জানায়, এশিয়ার করোনাভাইরাস ইউরোপের থেকে আলাদা। তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট। যখন কোনো ভাইরাস এক শরীর থেকে আরেক শরীরে যায়, তখন প্রাকৃতিকভাবেই বিবর্তন ঘটে। আরো বিবর্তনের ব্যাপারে খোঁজখবর রাখছে এই সংস্থা।

অবশ্য এ বিবর্তনের কারণে ভাইরাসটি মানবদেহের জন্য বেশি না কম ক্ষতিকর হবে সেটা নিশ্চিত হতে পারেননি গবেষকরা। তবে আলাদা দুটি ভাইরাসের মধ্যে এটি সংক্রামক বা শক্তিশালী বেশি। তাছাড়া ভাইরাসের শক্তিশালী হওয়ার বিষয়টি নির্ভর করে ভৌগোলিক অবস্থান, পরিবেশ ও সংক্রমিত ব্যক্তির ওপর। ভাইরাসের এই পরিবর্তনগুলো শনাক্ত করতে পারা হবে প্রতিষেধক উৎপাদনের পথে বড় অর্জন।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়