ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্পেনে কমছে করোনায় মৃতের সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০২, ৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্পেনে কমছে করোনায় মৃতের সংখ্যা

স্পেনে আবারও কমতে শুরু করেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬৮৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ এ  তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৪৬ হাজার ৬৯০ থেকে বেড়ে এক লাখ ৫২ হাজার ৪৪৬ এ পৌঁছেছে। একই সময় মৃতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ২৩৮ এ পৌঁছেছে।

৩ এপ্রিল থেকে স্পেনে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করে। এর আগের দিন দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৯৬১ থাকলেও ৩ এপ্রিল এই সংখ্যা ৮৫০ এ আসে। ৬ এপ্রিল মৃতের সংখ্যা ছিল ৭০০ জন। পরের দিন থেকে হঠাৎ করে দেশটিতে মৃতের সংখ্যা বাড়তে শুরু করে। ওই দিন দেশটিতে ৭৪৩ জন করোনা আক্রান্ত মারা গেছেন। বুধবার দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ছিল ৭৫৭ জন।

বৃহস্পতিবার নতুন করে মৃতের সংখ্যা কমতে শুরু করায় সরকারের মধ্যে আশার সঞ্চার হতে শুরু করেছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, সর্বশেষ তথ্যে দেখা গেছে মহামারির প্রভাব কমতে শুরু করেছে। ‘আগুন নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে’-বলেন তিনি।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়