ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মহারাষ্ট্রের ৫ কারাগার লকডাউন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:২৪, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মহারাষ্ট্রের ৫ কারাগার লকডাউন

করোনাভাইরাস রুখতে পাঁচটি কারাগার সম্পূর্ণভাবে লকডাউন রাখার ঘোষণা দিয়েছে ভারতের মহারাষ্ট্র সরকার। বন্দিদের পাশাপাশি এর কর্মকর্তারও এ ঘোষণার আওতাভুক্ত থাকবেন।

ঘোষণার আওতায় থাকা কারাগারগুলো হলো- আর্থার রোড কারাগার, থানে কারাগার, ইরাওয়াদা কারাগার, বাইকুল্লা কারাগার এবং কল‌্যাণ কারাগার।

কারাগারগুলো লকডাউন থাকার ঘোষণায় এর কর্মকর্তরাও এলাকা থেকে বের হতে পারবেন না। তাদেরকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারা এলাকাতেই অবস্থান করতে হবে।

এদিকে কারাগারগুলোর নাম প্রকাশ করা হলেও এগুলোতে কতো সংখ‌্যক বন্দি রয়েছেন সে বিষয়ে কোনো তথ‌্য জানা যায়নি।

অন‌্যদিকে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ‌্য আসামে কোভিড-১৯ রোগে প্রথম ব‌্যক্তির মৃতু‌্যর তথ‌্য জানিয়েছেন রাজ‌্যের স্বাস্থ‌্য ও পরিবার কল‌্যাণ মন্ত্রী হিমান্ত বিশ্ব।  মারা যাওয়া ব‌্যক্তির বয়স ৬৫ বছর।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রোগীর সংখ‌্যা ৬ হাজার ছাড়িয়েছে।  মারা গেছেন একশ পঞ্চাশ জনের বেশি।

 

ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়