ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ সপ্তাহে চাকরি হারিয়েছেন পৌনে দুই কোটি আমেরিকান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২২, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
৩ সপ্তাহে চাকরি হারিয়েছেন পৌনে দুই কোটি আমেরিকান

করোনাভাইরাস মহামারির মধ‌্যেই এর ভয়াবহতা টের পাওয়া যাচ্ছে। অর্থনৈতিক মন্দা, দারিদ্র‌্যর হার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি বিশ্বব‌্যাপী প্রতিদিনই বেকার হচ্ছেন কয়েক হাজার চাকরিজীবী।  ভাইরাসের উত্তাপে গভীর সঙ্কটের মুখে পড়তে বসা বিশ্ব অর্থনীতির এ আঁচ শেষ পর্যন্ত গিয়ে ঠেকছে শ্রম বাজারের ওপর। যার প্রভাবে বাড়ছে বেকারত্ব।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) মার্কিন সরকারের প্রকাশিত এক তথ‌্যে জানা যায়, গত তিন সপ্তাহে এক কোটি ৬৮ লাখের বেশি আমেরিকান চাকরি হারিয়েছেন। 

জানা যায়, এর মধ‌্যে গত সপ্তাহে ৬৬ লাখ শ্রমিক বেকারত্ব সুবিধা বৃদ্ধির জন‌্য সরকারের কাছে আবেদন করেছেন। যা আগের দুই সপ্তাহ মিলে ছিলো এক কোটি।

তবে আসছে দিনে এ হার বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যা এপ্রিল শেষে ১৫ শতাংশে পৌঁছাতে পারে।

সবশেষ পাওয়া তথ‌্যানুযায়ী করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১৬ হাজারের বেশি মানুষের মৃতু‌্য হয়েছে। আক্রান্ত হয়েছেন পৌনে ৫ লাখ মানুষ। সুস্থ হয়েছেন ২৫ হাজারের কিছু বেশি।

 

ঢাকা/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়