ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ওয়ার্ডে ফিরেই ক্যারিকে ফোন করেন বরিস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৬, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়ার্ডে ফিরেই ক্যারিকে ফোন করেন বরিস

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে তিন রাত আইসিইউ’তে থাকার পর তাকে সরিয়ে নেওয়া হলেও ডাক্তারদের পর্যবেক্ষণেই রয়েছেন।

হাসপাতালের ওয়ার্ডে ফিরেই সন্তানসম্ভবা বান্ধবী ক্যারি সিমন্ডসকে ফোন করেন বরিস। করোনাভাইরাসে আক্রান্ত ক্যারির অবস্থা কী জানতে চান। এরপর টেলিফোনে ঘনিষ্ট স্বজনদের সঙ্গে কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে টুইটে বরিসের সুস্বাস্থ্য কামনা করে ক্যারি একটি রংধনুর ছবিও আঁকেন।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, বরিস এখন সুস্থ হয়ে ওঠার প্রাথমিক পর্যায়ে রয়েছেন। গত ২৭ মার্চ করোনার সংক্রমণ ধরা পড়লেও, হাসপাতালে ভর্তি না হয়ে, বাড়িতেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাসভবনে থেকেই যাবতীয় কাজ সামলাচ্ছিলেন। কিন্তু, অসুস্থতা বাড়লে, গত ৫ এপ্রিল তাকে হাসপাতালে নেয়া হয় এবং অক্সিজেন দিতে হয।

ব্রিটেনের রানি, রাজ পরিবারের সদস্যরা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা বরিসের দ্রুত আরোগ্য কামনা করেন।

 

ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়