ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৮৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৯, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিঙ্গাপুরে ২৪ ঘণ্টায় ৮৪ বাংলাদেশি করোনায় আক্রান্ত

বৃহস্পতিবারের তুলনায় সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলদেশিদের সংখ্যা কমেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৯৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৮৪ জন বাংলাদেশি।

এর আগে বৃহস্পতিবার ১২০ বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর জানিয়েছিল সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই নিয়ে দেশটিতে ৩৬৬ বাংলাদেশির করোনায় আক্রান্তের খবর পাওয়া গেল।

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আক্রান্তদের মধ্যে ২৬ জন শ্রমিক এবং ৫৮ জন লং টার্ম পাসধারী।

এদের অধিকাংশই এস১১ ডরমেটরিতে থাকতেন। এছাড়া টাম্পাইনস ডরমেটরি, শ লজ ও ওয়েস্ট লাইট তোহ গুয়ান ডরমেটরিতে থাকা বাংলাদেশিরা রয়েছেন এই তালিকায়।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়