ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪১, ১০ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
করোনায় মৃত্যু ১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। শুক্রবার বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ২৬০ জন মানুষ।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু নিয়ে তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় এক হাজার ২২৮ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৭ হাজার ৯১৯ এ পৌঁছেছে। মৃতের সংখ্যার তালিকায় এর পরই আছে ইতালির অবস্থান। সম্প্রতি দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমতে শুরু করেছে। ২৪ ঘণ্টায় এখানে করোনায় ৫৭০ জনের মত্যু হয়েছে। এতে দেশটিতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৮৪৯ এ পৌঁছেছে।

তৃতীয় অবস্থানে থাকা স্পেনের চিত্রটিই ইতালির মতো। দেশটিতে করোনায় ১৭ দিনের মধ্যে সবচেয়ে কম সংখ্যক লোক গত ২৪ ঘণ্টায় মারা গেছে। শুক্রবার ৫২৩ জন মৃত্যুর দেশটিতে মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৭০ এ পৌঁছেছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে এই মুহূর্তে করোনা আক্রান্ত ব্যক্তি ও মৃতের সংখ্যা হু হু বাড়ছে যুক্তরাজ্যে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯৮০ জনের মৃত্যু হয়েছে, যা করোনা প্রাদুর্ভাবের পর রেকর্ড। দেশটিতে মৃতের সংখ্যা আট হাজার ৯৫৮তে পৌঁছেছে।


ঢাকা/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়