ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম…

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৯, ১১ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রের ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম…

মহামারি করোনাভাইরাসে নাকাল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর মিছিল। মোট আক্রান্তের সংখ্যায় অনেক আগেই সবাইকে পেছনে ফেলেছিল ক্ষমতাধর দেশটি। এবার মৃতের সংখ্যায়ও তারা ছাড়িয়ে গেছে সব দেশকে।

দেশটিতে ৫ লক্ষধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে প্রায় ২১ হাজার। মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য, নিয়ন্ত্রণাধীন অঞ্চল- ভার্জিন আইল্যান্ড, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ড, ডিস্ট্রিক অব কলম্বিয়া এবং গুয়াম ও পুয়েতোরিকো; সবখানেই ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস।

সে কারণে দেশটি স্বাধীন হওয়ার ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম সকল রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছে। শনিবার সব রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার বিলে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩০ হাজার ৬৮৯ জন। মারা গেছে ২০ হাজার ৫২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৪৪৪ জন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ৫৮৬ জন। প্রাণ হারিয়েছে ১ লাখ ৮ হাজার ৫৫৮ জন। করোনার সঙ্গে লড়াই করে সেরে উঠেছে ৪ লাখ ১ হাজার ৫১৭ জন।

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়