ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

যে কারণে ইসরায়েলকে চিকিৎসাসামগ্রী দিচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫২, ১২ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে ইসরায়েলকে চিকিৎসাসামগ্রী দিচ্ছে তুরস্ক

পারস্পরিক সম্পর্কে টানাপোড়েন থাকলেও মানবিক কারণে ইসরায়েলকে চিকিৎসাসামগ্রী দিতে যাচ্ছে তুরস্ক।

এ জন্য ইসরায়েলের প্রতিও বিশেষ দাবিও জানিয়েছে তুরস্ক।

শনিবার (১১ এপ্রিল) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়, তুরস্কের এক কর্মকর্তা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসরায়েল সরকারের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী চেয়ে আবেদন করা হলে তুর্কি সরকার তা অনুমোদন করে। গাজা উপত্যকায় যখন ইসরায়েলি জবর-দখল অব্যাহত রয়েছে তখন এ বিষয়টি দুই দেশের পারস্পরিক সম্পর্কের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে থাকল।

তুরস্কের এক কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণ রুখতে ফিলিস্তিনকেও চিকিৎসাসামগ্রী দিয়ে সহায়তা করবে তুরস্ক। ইসরায়েল যাতে এসব সামগ্রী ফিলিস্তিনে বিশেষ করে তাদের অধিকৃত পশ্চিম উপকূল ও গাজায় পৌঁছাতে না বাধা দেয় তা বলা হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণে ইসরায়েলকে দেওয়া চিকিৎসাসামগ্রী সামগ্রীর মধ্যে রয়েছে, ফেস মাস্ক, সুরক্ষা পোশাক ও জীবাণুমুক্ত গ্লোভস।

গত মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে করোনা সংক্রমণ ঠেকাতে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।


ঢাকা/জেনিস

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়