ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভারতীয় নৌবাহিনীর ২১ নাবিকের করোনা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৪৮, ১৮ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ভারতীয় নৌবাহিনীর ২১ নাবিকের করোনা

ভারতের নৌবাহিনীতেও থাবা বসালো করোনাভাইরাস। মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ২১ নাবিকের করোনা পজিটিভ হয়েছে।

শহরের নৌবাহিনী হাসপাতাল আইএনএইচএস অশ্বিনীতে কোয়ারেন্টাইনে আছেন তারা। বাহিনীর পশ্চিমাঞ্চলের কার্যালয় আইএনএস আংরেতে তারা ঘরোয়া সুযোগ সুবিধা নিয়ে চিকিৎসাধীন।

ওই নাবিকদের সংস্পর্শে কারা এসেছিলেন, তা জানতে গুরুত্ব দিয়ে অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী। এর আগে ভারতীয় সেনাবাহিনীর ৮ জন করোনায় আক্রান্ত হন।

৩২০৫ জন করোনা আক্রান্ত নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র, আর দেশের সবচেয়ে বাজে পরিস্থিতির শিকার হওয়া শহর মুম্বাই। পুরো ভারতজুড়ে ১৩৮৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৫৩ জনের।


ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়