ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

তিন ধাপে লকডাউন তুলবে বেলজিয়াম

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৩, ২৪ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তিন ধাপে লকডাউন তুলবে বেলজিয়াম

মহামারি করোনাভাইরাসে বেলজিয়ামে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত ৪৪ হাজার ২৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৬৭৯ জন। সেরে উঠেছে ১০ হাজার ১২২ জন।

করোনা পরিস্থিতির খুব যে বেশি উন্নতি হয়েছে সেখানে তেমনটি কিন্তু নয়। তারপরও তিনধাপে লকডাউন তোলার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পাশাপাশি আস্তে আস্তে তারা নিষেধাজ্ঞাগুলো তুলে নিতে শুরু করবে। কিছু কিছু দোকান-পাট খুলবে। খুলবে স্কুল-কলেজ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলেমস। বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি তার কাছে তিনধাপে লকডাউন তোলার সুপারিশপত্র জমা দিয়েছে।

মে মাসের ৪ তারিখ থেকে যেসব দোকান খাবার বিক্রি করে সেগুলো খুলবে। কিছু সুপারশপ ও ফার্মেসিও খুলবে।

১১ মে থেকে খাবার বিক্রির বাইরে যেসব দোকান রয়েছে সেগুলোও খুলতে শুরু করবে। তবে তাদেরকে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

আর ১৮ মে থেকে খুলতে শুরু করবে স্কুল-কলেজগুলো। এমনই প্রতিবেদন প্রকাশ করেছে বেলজিয়ামের সংবাদপত্র এল’ইকো।

তিন ধাপের পর জুন মাসের শুরুতে রেস্টুরেন্ট ও ক্যাফে খুলতে শুরু করবে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়