ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ৬ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়ালো

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আস্তে আস্তে বাড়ছে সুবিধাবঞ্চিত আফ্রিকা মহাদেশে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাদেশটিতে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার ৭৩৪। মৃতের সংখ্যা ১ হাজার ৯৫৪। সেরে উঠেছে ১৭ হাজার ৫৫১ জন। চিকিৎসাধীন রয়েছে ৩২ হাজার ২২৯ জন। গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৬৮ জন। মারা গেছে ৩৭ জন।

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র থেকে বুধবার (৬ মে) এমনটাই জানানো হয়েছে।

আফ্রিকা মহাদেশের ৫৪টি দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তার মধ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মিশরে, ৭ হাজার ৫৮৮ জন। মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৯ জন। দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ৫৭২ জন, মৃত ১৪৮ জন। মরোক্কোকে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪০৮ জন। সেখানে মারা গেছে ১৮৩ জন। আলজেরিয়ায় আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৭ জন। মৃতের সংখ্যা সর্বোচ্চ ৪৭৬ জন।

নাইজেরিয়ায় আক্রান্ত ২ হাজার ৯৫০ জন, মৃত ৯৮। ঘানায় ২ হাজার ৭১৯, মৃত ১৮। ক্যামেরুনে ২ হাজার ২৬৫, মৃত ৬৪।

এ ছাড়া গিনিতে ১ হাজার ৮১১, আইভোরিকোস্টে ১ হাজার ৪৬৪, সেনেগালে ১ হাজার ৪৩৩, জিবুতিতে ১ হাজার ১২০ ও তিউনিসিয়ায় ১ হাজার ২২ জন আক্রান্ত হয়েছে।

বাকি দেশগুলোতে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ায়নি।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়