ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হোয়াইট হাউজের আরো এক কর্মচারী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৮ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোয়াইট হাউজের আরো এক কর্মচারী করোনায় আক্রান্ত

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউজের একজন পরিচারক করোনাভাইরাসে আক্রান্ত হন। যিনি ডোনাল্ড ট্রাম্পের সেবায় নিয়োজিত ছিলেন। যদিও ট্রাম্পের সংস্পর্শে যাননি সম্প্রতি। স্থানীয় সময় শুক্রবার (৮ মে) হোয়াইট হাউজের আরো একজন কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

এবার যিনি আক্রান্ত হয়েছেন তিনি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের পরিচারক। সে কারণে তার সংস্পর্শে যাওয়া ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে দুজন মাইক পেন্সের সঙ্গে বিমানে ভ্রমণে করতে যাচ্ছিলেন। কিন্তু বিমান ছাড়ার আগে তাদের নামিয়ে আনা হয়েছে।

এ বিষয়ে ওই কর্মকর্তা বলেছেন, ‘সতর্কতাস্বরূপ আমরা খুঁজে দেখেছি যে ওই কর্মচারীর সংস্পর্শে সম্প্রতি কারা কারা গিয়েছিলেন। সে কারণে কয়েকজনকে বিমান থেকেও নামিয়ে আনতে হয়েছে। যদিও এখনো কারো মধ্যে কোনো লক্ষণ দেখা যায়নি। তারপরও সবাইকে পরীক্ষা করাতে বলা হয়েছে এবং সবাইকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। থাকতে বলা হয়েছে কোয়ারেন্টাইনে।’

ট্রাম্প ও মাইক পেন্সকে করোনা পরীক্ষা করা হয়েছে। দুজনেরই নেগেটিভ এসেছে। তাদের প্রতিদিন নিয়ম করে পরীক্ষা করা হচ্ছে।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়